দুর্গাপুরে উদ্বোধন হয়ে গেল আন্তর্জাতিক শিল্প মেলা

0
81

নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর:- আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক , কারন এবারের মেলায় মালয়েশিয়া,আফগানিস্তান,থাইল্যান্ড,বাংলাদেশ, দুবাই ইত্যাদি দেশ অংশগ্রহন করেছে এবারের মেলায়। এর পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকে ব্যবসায়ীরা এসেছেন নিজেদের পসরা নিয়ে। ১৭ই ফেব্রুয়ারী এই মেলার উদ্বোধন হল , চলবে আগামী ২৭ শে ফেব্রুয়ারী পর্যন্ত। প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করলেন মহকুমা শাসক ডা: সৌরভ চ্যাটার্জী,পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, দীপংকর লাহা,রাখী তেওয়ারী,ধর্মেন্দ্র যাদব ইত্যাদি বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দুর্গাপুরের মহকুমা শাসক ডা: সৌরভ চ্যাটার্জী আন্তর্জাতিক শিল্প মেলা ও আয়োজক বনিক সভার ভূয়সী প্রশংসা করে বলেন , আগামী দিনে পরিকল্পনা করে এগোলে ১০ কিংবা ২০ বছরে দুর্গাপুরের নাম ভারতের উন্নয়শীল শহরগুলির সাথে একসাথে উচ্চারিত হবে। পাশাপাশি তিনি বনিক সভার কাছে আবেদন জানান যে দুর্গাপুরের ছেলে মেয়েদের আরও বেশী কাজের সুযোগ করে দেওয়ার জন্য। দুর্গাপুরের ভৌগলিক অবস্থান ও দুর্গাপুর এবং পার্শ্ববর্তী এলাকার যা সম্পদ রয়েছে তাতে এই শহরের উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখাই যায়, বলেন মহকুমা শাসক। ইগো নয় , এগিয়ে যাক দুর্গাপুর , এদিনের উদ্বোধনী মঞ্চ থেকে এই শপথ নেওয়া হয়।
এবারের মেলা এই নিয়ে ৩য় বর্ষে পদার্পন করল, ৬টি দেশ ও ১৭টি রাজ্য থেকে ব্যবসায়ীরা প্রায় ৫০ হাজারের ওপর দ্রব্য নিয়ে হাজির হয়েছেন।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here