নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর:- দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কো অর্ডিনেশন সোসাইটি ও SwitchON Foundation এর উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার ফোরাম এবং নেহরু যুব কেন্দ্র দুর্গাপুর এর সহযোগিতায় ৮/২/২৩ সারাদিন ধরে পরিবেশ উৎসব*অনুষ্ঠিত হলো। সাইকেল র্যালী – আজ সকাল ১০ টায় Muchipara দুলাল হোটেলের সামনে উক্ত অনুষ্ঠান কে সফল করার জন্য এক মহতী সাইকেল র্যালীর সূচনা করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক Dr Kalimul Haque।সাইকেল র্যালীতে ৬৫ জন তরুণ তরুণী অংশ নিয়েছে।
দুর্গাপুর সিনেমা হল থেকে সৃজনী সিটি সেন্টার পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২০০ জন অংশ নিয়েছে।
পরিবেশ দূষণ রোধ করো, পৃথিবীকে বাঁচাতে সাহায্য করো শীর্ষক পদযাত্রা । জলবায়ু পরিবর্তন, দূষণ রোধ ও পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা, দামোদর নদ বাঁচানোর আবেদন নিয়ে Art,Declamation,Science Model,Womens Participation, Quiz প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সৃজনী হলে। মোট ৪০৩ জন প্রতিযোগিতা অংশ নিয়েছে।
দুর্গাপুরের বিশিষ্ট চিকিৎসক, সমাজ বিজ্ঞানী, শিক্ষক শিক্ষিকা সহ ৪০টি স্কুলের ছাত্রী ছাত্ররা অংশ নিয়েছে। অনুষ্ঠান শেষে সবাই মিলে এক দূষণ মুক্ত পৃথিবী গড়ে তোলার শপথ নেওয়া হয়েছে।
কবির ভাষায় বলি “আমি সেই দেশ খুঁজেছি কত যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মত”।
Durgapur SD Sports & Cultural Clubs Coordination Society এর পক্ষ থেকে কবি ঘোষ ও রাজেশ পালিত , SwitchON Foundation এর পক্ষে অঙ্কিতা চক্রবর্তী এবং বিনয় জাজু, নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এর ডেপুটি ডাইরেক্টর প্রদীপ কুমার সাহা সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।