নিজস্ব সংবাদদাতা,:- আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশের ভরসন্ধ্যায় আকস্মিক অভিযানে হতচকিত পথচলতি শিল্পাঞ্চলবাসী। একের পর এক নো-পার্কিং জোনে রাখা চারচাকা টোচেন করে থানা অভিমুখে ট্রাফিক কর্মীরা। আর তা দেখেই ট্রাফিক কর্মীদের অভিযানে প্রশংসায় পঞ্চমুখ শহরবাসী।
উল্লেখ্য মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের জংশন মলের সামনে অবৈধ ভাবে রাখা নো-পার্কিং জোনে গাড়িগুলির বিরুদ্ধে অভিযানে নামে ট্রাফিক পুলিশ। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল শহরের ব্যাস্ততম এলাকায় বিশেষ করে জংশন মল চত্ত্বরে যত্র তত্র গাড়ি পার্কিং করে দেওয়ায় ব্যাপক যানজটের সম্মুখীন হতে হচ্ছিল পথ চলতি মানুষ থেকে অফিস ফেরতদের। আর সেই যানজট থেকে রেহাই দিতে ট্রাফিক কর্মীদের এহেন ভুমিকাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। পাশাপাশি নো-পার্কিং জোনে রাখা গাড়ির বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাবেন বলে জানান ট্রাফিক পুলিশ কর্মীরা।