সংবাদদাতা, অন্ডাল : বৃহস্পতিবার গোটা দেশে সাড়ম্বরে উদযাপন করা হলো প্রজাতন্ত্র দিবস । পতাকা উত্তোলন,মিষ্টি বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয় । এদিন অন্ডাল থানায় পতাকা উত্তোলন করেন থানার আধিকারিক শান্তনু অধিকারী । উখড়া পুলিশ আউটপোস্ট এদিন সকালে পথ তোকে উত্তোলন করা হয় । পতাকা উত্তোলন করেন ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা । অন্ডাল মোড় অবস্থিত তৃণমূলের ব্লক কার্যালয়ে পতাকা তুলেন দলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল । অন্যদিকে এদিন প্রজাতন্ত্র দিবস পালন ও পতাকা উত্তোলন অনুষ্ঠান হয় ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম নামক সংস্থার কার্যালয়ে ও । জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার প্রবীণ শিক্ষাবিদ শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় । অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায় শিল্পপতি নরেশ শর্মা, উখরা চেম্বার অব কমার্স ও রোটারি ক্লাবের প্রতিনিধিরাও । শিক্ষাবিদ শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন প্রজাতন্ত্র দিবস ও জাতীয় পতাকার সম্মান রক্ষার দায় যুবসমাজের । দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষায় যুবসমাজকে আরো সক্রিয় হতে হবে ।