সংবাদদাতা, অন্ডাল : বুধবার রাত্রি আটটা নাগাদ উখড়া গ্রামের পূজারী মাঠ সংলগ্ন এলাকায় অজগর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । স্থানীয়রা জানান অন্যান্য দিনের মতো মাঠে বসে ছিলেন কয়েকজন যুবক । তাদের মধ্যে একজন প্রথম লক্ষ করেন সাপ-টিকে । সাপটি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা । অজগর সাপের কথা ছড়িয়ে পড়তে মাঠে ভিড় জমান স্থানীয়রা । স্থানীয় এক যুবক সাপটিকে কে ধরে বস্তা বন্দী করেন । লাউদোহা বনদপ্তরে খবর দেওয়া হয় । তারা এসে সাপটিকে নিয়ে যাবে বলে জানা যায় । এত বড় অজগর সাপ কোথা থেকে লোকালয়ে এলো, সেই নিয়ে ছড়িয়েছে কৌতুহল ।