নির্মান বি.ডি. বাঙ্গুর এনডাউমেন্ট র উদ্যোগে জংশন মলের সন্নিকটে ওয়াটার মেশিনের উদ্বোধন

0
216

সংবাদদাতা দুর্গাপুর:- দীর্ঘদিন ধরেই দাবী ছিল দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের জংশন মল এলাকায় স্বচ্ছ ও পরিশ্রুত পানীয় জলের মেশিনের। অবশেষে দুর্গাপুর নগর নিগম জলদপ্তর সেই দাবী পূরণে উদ্যোগী হন। নির্মান বি.ডি. বাঙ্গুর এনডাউমেন্ট সংস্থার উদ্যোগে অবশেষে বহু প্রতীক্ষীত ওয়াটার মেশিনের উদ্বোধন হয় বুধবার । শুভ সূচনা উপলক্ষে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের জলদপ্তরের প্রাক্তন মেয়র পারিষদ দীপঙ্কর লাহা, প্রাক্তন পুরপিতা স্বরূপ মণ্ডল, শ্রমিক নেতা কল্লোল ব্যানার্জি,আশীষ কেশ সহ সংশ্লিষ্ট সংস্থার আধিকারিক গন। নির্মাণ সংস্থার আধিকারিক সুগত ভৌমিক জানান এই ওয়াটার মেশিনটি প্রায় ২৫০ লিটার জল ধারণ ক্ষমতা রাখে । একইসাথে ঠান্ডা ও স্বাভাবিক তাপমাত্রার জল উভয়ের পরিষেবা পাওয়া যাবে এই মেশিন থেকে। মেশিনটি বসাতে প্রায় ৫ লক্ষ টাকা খরচ হয়েছে। পাশাপাশি দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা জানান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় দুর্গাপুরে বিভিন্ন জনবহুল এলাকায় প্রায় ২০ টি ওয়াটার মেশিন বসানো হচ্ছে ।বৃহস্পতিবার জংশন মল ছাড়াও বীরভানপুর শ্মশানেও একটি ওয়াটার মেশিনের উদ্বোধন করা হয়েছে ।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here