সংবাদদাতা,অন্ডাল : সোমবার রাতে উখড়া বাজার রোডে তৃণমূল কার্যালয়ে আয়োজিত হলো সম্বর্ধনা সভা । সম্বর্ধনা দেওয়া হলো দলের ব্লক স্তরের নব মোনোনীত দলীয় পদাধিকারীদের । সম্প্রতি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক স্তরে দায়িত্বপ্রাপ্ত নব মনোনীত পদাধিকারীদের নাম ঘোষণা করা হয় । অন্ডাল ব্লকে পুনরায় কালোবরণ মণ্ডল কে মনোনীত করা হয়েছে, ব্লক সভাপতি পদে । যুব তৃণমূল কংগ্রেস ও শ্রমিক সংগঠনের ব্লক সভাপতির দায়িত্ব পেয়েছেন গণেশ বাধ্যকর ও পার্থ দেওয়াসী । এছাড়াও ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী-র দায়িত্ব পেয়েছেন সুজাতা বসুসরকার । এদিন সংবর্ধনা সভায় সুজাতা বসুসরকার ছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য পদাধিকারীকেরা । এদিন তাদের সম্বর্ধনা দেওয়া হয় উখরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । তৃণমূল নেতা শরন সাইগল ছাড়াও এদিন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় কর্মী সমর্থকেরা ।