কোক ওভেন থানার উদ্যোগে পুলিশ দিবস উপলক্ষে একদিনের ফুটবল প্রতিযোগিতা

0
236

নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর:- কোক ওভেন থানার উদ্যোগে পুলিশ দিবস উপলক্ষে একদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় দুর্গাপুরের গ‍্যামন ব্রিজ ক্লাবের ফুটবল ময়দানে। আটটি দল এই খেলায় অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতায় বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব কে হারিয়ে জয়লাভ করে কোকওভেন থানার পুলিশ টিম। সন্ধ্যের পর থেকে হঠাৎ করেই অতিরিক্ত বৃষ্টির কারণে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি ট্রাইবেকারে করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রচুর দর্শকের ভিড় উপচে পড়েছিল বৃষ্টি উপেক্ষা করেই মাঠে। এদিন সকাল থেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশিষ্ট পুলিশ আধিকারিকসহ বিভিন্ন থানার ওসিরা। এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলার মাঝে হঠাৎ করে বৃষ্টি নামায় অগণিত দর্শকের মন জয় করতে ওসি কোক ওভেন থানার অফিসার ইনচার্জ সঞ্জীব দে র অনুরোধে দুর্গাপুরের বিশিষ্ট সংগীত শিল্পী এবং সাংবাদিক সঞ্জীব সুঁই মঞ্চ থেকে দুটি গান গেয়ে দর্শকদের মন জয় করেন।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here