স্বাধীনতার ৭৫ বছর, তেরঙ্গা পতাকা তুললেন ৮৮ বছরের প্রবীণ শিক্ষাবিদ

0
268

সংবাদদাতা, অন্ডাল : সোমবার দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস । এবার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হয় এই দিনটি পেয়েছে বিশেষ তাৎপর্য । দিনটিকে স্মরণীয় করে রাখতে ন্যাশনাল কোল্ডফিল্ড সিটিজেন ফরম সংস্থার উদ্যোগে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান । বাজপাই মোরে সংস্থার কার্যালয় চত্বরে পতাকা উত্তোলন অনুষ্ঠানটি হয় । উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক কুমুদ কান্তি রায় সহ সংস্থার সদস্য ও সাধারণ মানুষজন । পতাকা উত্তোলন করেন ৮৮ বছরের প্রবীণ শিক্ষাবিদ শ্রীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় । ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট দেশ স্বাধীন হয় । সেই সময় এই প্রবীণ শিক্ষাবিদের বয়স ছিল মাত্র ১৩ বছর । স্বাধীনতার প্রথম দিনটি তিনি দেখেছেন কিশোর বয়সে । আজ পতাকা উত্তোলনের পর তাই তিনি আবেগ প্রবন হয়ে পড়েন । বলেন অনেক বিপ্লবীর জীবন বলিদান এর বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে । তাই অর্জিত স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সকলের । তিনি বলেন দেশ থেকে অভাব দূর করতে হবে, ভালবাসতে হবে দেশকে, ধর্ম ভুলে ভারতবাসী হিসাবে ভাবতে হবে সকলকে ।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here