সংবাদদাতা,লাউদোহা:- রবিবার পাণ্ডবেশ্বর বিধানসভার গৌরবাজার গ্রামে আসানসোল জেলা বিজেপির উদ্যোগে “চোর ধরার জেল ভরো” কর্মসূচিতে মিছিলের আয়োজন করা হয় । এই মিছিল ঘিরে ছিল পুলিশের কড়া নিরাপত্তা । শাসক দলের লোকেরা এলাকার বিভিন্ন জায়গায় জায়গায় জমায়েত ছিল বলে বিজেপির অভিযোগ । আর সে কারণেই মিছিলের উদ্যোগ পরিবর্তন করে করা হয় পথসভা । পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপির কনভেনার রূপক পাঁজা জানান,”আজকে তাদের মিছিল ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে । কিন্তু শাসকদলের লোকেদের বিভিন্ন জায়গায় জমায়েতের কারণে তারা মিছিল বন্ধ করে প্রথম সভা করতে বাধ্য হন । রূপক বাবু জানান ,যদিও এদিন লাউদাহার ফরিদপুর থানার পুলিশের সহযোগিতায় তারা পথ সভাটি করতে পেরেছেন ।
অন্যদিকে তৃণমূলের গৌরবাজার অঞ্চলের আহ্বায়ক উৎপল দত্ত জানান,” বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । রবিবার গৌরবাজার এলাকায় হাট বসে আর সে কারণেই প্রচুর লোকজন আসেন হাটে । তৃণমূল দল কখনোই কারোর মিটিং মিছিলে বিঘ্ন করার মনবাঞ্ছা রাখে না। আসলে বিজেপির সেরকম লোক জনও নেই সংগঠনও নেই এই এলাকায় । তাই মিথ্যা অভিযোগ করছেন। উৎপল বাবু প্রশ্ন তোলেন বিজেপির লোকেরা যখন সভা করল কেউ কি তৃণমূলের ঝান্ডা হাতে পাল্টা শ্লোগান দিয়েছে? আসলে বিজেপির লোকজন না থাকায় মিছিল করতে পারেনি তাই পথসভায় করতে হয়েছে আর মিথ্যা করে তৃণমূল দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে ।