নিজস্ব সংবাদদাতা, লাউদোহা:- রবিবার গভীর রাতে পুলিশি তৎপরতাই উদ্ধার হল ২০কেজি গাঁজা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে। ধৃতদের সোমবার পেশ করা হয় আসানসোল জেলা আদালতে।
রবিবার গভীর রাতে লাউদোহার তিলাবনি এলাকায় বাইকে করে যাচ্ছিলেন লাউদোহা থানার গোগলার বাসিন্দা অভিজিৎ আকুড়িয়া ও স্থানীয় হ্রদের ডাঙ্গার বাসিন্দা অরুন ঘোষ নামে দুই ব্যক্তি। সন্দেহ হওয়ায় পুলিশ তাদের পথ আটকায়। তল্লাশির সময় তাদের কাছে থাকা একটি ছোট বস্তা থেকে উদ্ধার হয় ২০ কেজি গাঁজা। নিষিদ্ধ গাঁজা পাচারের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ওই দু’জনকে। গাঁজা পাচারের অভিযোগে নির্দিষ্ট ধারায় ধৃতদের নামে অভিযোগ দায়ের করে পুলিশ। সোমবার তাদের পেশ করা হয় আসানসোল জেলা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে থানা সূত্রে খবর।