নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর:- পাণ্ডবেশ্বরে নতুন কমিউনিটি সেন্টারের শিলান্যাস সহ একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন। পাণ্ডবেশ্বরের বাঁকোলা সুভাষ কলোনিতে নতুন কমিউনিটি সেন্টারের শিলান্যাস ও সাতটি বায়ো টয়লেট এবং পাণ্ডবেশ্বরে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন নিকাশি নালার শিলান্যাস। প্রকল্পগুলির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ,এডিডির চিফ এগজিকিউটিভ অফিসার রাহুল মজুমদার,জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী পাণ্ডবেশ্বর ব্লকের প্রস্তাবিত ব্লক সভাপতি কিরীটী মুখার্জি , পাণ্ডবেশ্বর ব্লকের INTTUC সভাপতি রামচরিত পাসোয়ান শাহ অন্যান্য বিশিষ্ট বর্গ । প্রথমে নরেন্দ্রনাথ চক্রবর্তী ২৮ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয়ে কমিউনিটি হলের শিলান্যাস করেন,জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী উদ্বোধন করেন সাতটি বায়ো টয়লেটের ,বহু প্রতীক্ষিত পাণ্ডবেশ্বরের জন্য তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নিকাশি নালার শিলান্যাস করা হয়।এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন ,পাণ্ডবেশ্বর জুড়ে উন্নয়নযজ্ঞ চলছে ।আজকে যে সাতটি বায়ো টয়লেট উদ্বোধন করা হলো সেগুলো বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন এলাকার সুবিধার্থে পৌঁছে দেওয়া হবে ।এই বায়ো টয়লেটগুলি পরিবেশবান্ধব হওয়ায় সর্বোপরি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।এছাড়াও তিনি বলেন,দীর্ঘদিন ধরে পাণ্ডবেশ্বরের নামোপাড়ায় দীর্ঘদিন ধরে নিকাশি নালার প্রয়োজন ছিল।তারই কাজের শিলান্যাসে স্বভাবতই এলাকাবাসী যথেষ্ট খুশি।