নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- অবৈধভাবে গাছ কাটা রুখল বনদপ্তর ।ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়া। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায় । সূত্রের খবর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বেশ কিছু গাছের ডালপালা বিপজ্জনক অবস্থায় ছিল ।দুর্গাপুর নগর নিগমের তরফে জনৈক ঠিকাদারকে সেই বিপজ্জনকভাবে ঝুলতে থাকা গাছের ডালপালা গুলি ঝেড়ে ফেলার অনুমতি দেওয়া হয়। কিন্তু অভিযোগ রসফলতার অনুমতি পাওয়া ব্যক্তি এবং তাঁর কর্মচারীরা অবৈধভাবে বেশ কিছু গাছের সব ডাল কেটে ফেলেন । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে বনদফতরের আধিকারিকরা । এমনকী ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর নগর নিগমের খোদ মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় । বনদফতরের অভিযোগ দুর্গাপুর নগরনিগম কোনো অনুমতি নেয়নি গাছ কাটা বা ঝেড়ে ফেলার জন্য । অভিযোগের ভিত্তিতে গাছগুলি বাজেয়াপ্ত করে বনদপ্তর ।বনদপ্তরের আধিকারিকদের সাফ জবাব আগামী দিনে বিনা অনুমতিতে গাছ কাটা বা ঝেড়ে ফেলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন তাঁরা ।