নিজস্ব সংবাদদাতা:- একুশে জুলাই এর শহীদ স্মরণ দিবসের প্রস্তুতি মিছিল হয়ে গেল কাঁকসা ব্লকে । আইএনটিটিইউসি পশ্চিম বর্ধমান এর রাজ বাঁধ আমলাজোড়া, গোপালপুর এর নেতা কর্মীরা এই মিছিলে যোগদান করেন। ছিলেন শান্তনু আদক, সুজয় পবি, মিহির মন্ডল, দীপক ঘোষ, সুজয় পাল, ভিসমা দাস,সুনীল শ্যাম,উৎপল ঘোষ, শ্যামাপদ বাউরী, পুলক বিশ্বাস,