সংবাদদাতা, অন্ডাল : বুধবার বৃদ্ধাশ্রমের আবাসিক ও প্রতিবন্ধী স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন পরুয়াদের সাথে জন্মদিন পালন করলেন বিশিষ্ট সমাজসেবী তথা ন্যাশনাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরামের চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায় । এদিন সকালে খান্দরা উদ্বর্তন বৃদ্ধাশ্রমে আবাসিকদের সাথে আলাপচারিতার পাশাপাশি তাদের হাতে ফল মিষ্টি উপহার তুলে দেন সুমিত বাবু । খান্দরা প্রতিবন্ধী কর্মকেন্দ্র স্কুলের পক্ষ থেকে তার জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয় । স্কুলের ১৪৫ জন বিশেষ চাহিদা সম্পূর্ণ পড়ুয়ার দুপুরের খাবারের আয়োজন করেন সুমিত বাবু । তাদের সাথে বসে খাবারও খান তিনি । সুমিত বাবু জানান আজ নিজের জন্মদিনের পাশাপাশি গুরু পূর্ণিমার বিশেষ দিন । তাই এই দিনটি একটু আলাদাভাবে পালন করার ইচ্ছা ছিল । সবার আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে বলে জানান তিনি । আগামী দিনে বৃদ্ধাশ্রমে আবাসিকদের জন্য ভালো কিছু কাজ করার ইচ্ছার কথা জানান তিনি ।