পাণ্ডবেশ্বরের বাজারি গ্রাম পুনর্বাসনের নিমিত্তে শুরু হলো শুভ ভূমি পূজা এবং শিলান্যাস

0
586

সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :- পাণ্ডবেশ্বরের বাজারি গ্রাম পুনর্বাসনের নিমিত্তে শুরু হলো শুভ ভূমি পূজা এবং শিলান্যাস ।পান্ডবেশ্বর বিধানসভার বাজারি গ্রাম, খোলামুখ খনির সম্প্রসারণের কারণে গ্রামটির পুনর্বাসন হবে নতুন জায়গায়।সেই পুনর্বাসন ক্ষেত্রটি ভূমিপূজার এবং শিলান্যাসের মধ্য দিয়ে শুরু হল শুভারম্ভ।।এ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ECL (DT) জয়প্রকাশ গুপ্তা ,পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় ।ইসিএলের শোনপুর বাজারি এরিয়ার জেনারেল ম্যানেজার আনন্দ মোহন মহাশয় ,পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি সহ বিশিষ্টজনেরা। আজকের এই শুভ অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শিলান্যাস করলেন বিশিষ্টজনেরা। এদিনের এই শুভ অনুষ্ঠানে বিধায়ক জানান , বাজারি গ্রাম পুনর্বাসন হলে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন নতুন বাজারি গ্রাম গড়ে উঠবে । ECL এবং গ্রামবাসীদের পূর্ণ সহযোগিতায় নতুন গ্রামটির রূপ নেবে । এবং মাননীয় বিধায়ক ecl কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখেন, গ্রামবাসীদের জমির বিনিময়ে চাকরির সরলীকরণ ,এবং পুনর্বাসন ক্ষেত্রে যথেষ্ট তৎপরতার প্রয়োজন রয়েছে । ইসিএল( DT) জয়প্রকাশ গুপ্তা বলেন,ইসিএল এবং গ্রামবাসীদের পূর্ণ সহযোগিতায় এই পুনর্বাসন ক্ষেত্রটি গড়ে উঠবে।এই পুনর্বাসন প্রকল্পে ইসিএল সবরকমভাবে সাহায্য করবে গ্রামবাসীদের ।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here