নিজস্ব সংবাদদাতা , অন্ডাল : বৃহস্পতিবার ন্যাশনাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরাম নামক একটি সংস্থার উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির । অনুষ্ঠানটি হয় উখরা গ্রামের পুরাতন হাটতলায় জমিদার স্টেটে । শিবিরে রক্তদান করেন ৩৫ জন । সংগৃহীত রক্ত দান করা হয় দুর্গাপুর মহকুমার হাসপাতালের ব্লাড ব্যাংকে । সংস্থার পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায় জানান খনি অঞ্চলে অনেক থ্যালাসেমিয়া আক্রান্ত রয়েছে । ঘনঘন তাদের রক্তের প্রয়োজন হয় । সেই সব থ্যালাসেমিয়া আক্রান্তদের কথা মাথায় রেখেই এদিন শিবির-টি আয়োজন করা হয় বলে জানান তিনি ।