সংবাদদাতা, লাউদোহা : বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর এ শুক্রবার সম্পূর্ণ হল দু’দিনের হুল উৎসব। বৃহস্পতিবার নাচন ড্যাম্প সংলগ্ন বাসিয়া ফুটবল মাঠে উৎসবের সূচনা হয়। সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধা জ্ঞাপনের পর ছিল অংক দৌড়, তীরন্দাজি, হাড়ি ভাঙ্গার মতো গ্রাম্য খেলার প্রতিযোগিতা। শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন সকাল বেলায় বসে আঁকো ও ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। সন্ধ্যেবেলায় হয় মূল অনুষ্ঠান। ছিল আদিবাসী নাচ, গান। শেষে মঞ্চস্থ হয় আদিবাসী নাটক। এ ঋণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি হেমব্রম, প্রতাপপুর পঞ্চায়েতের প্রধান রাজেশ কিস্কু, উপপ্রধান সঞ্জয় মুখোপাধ্যায় সহ অন্যরা । দুদিনের এই উৎসবে আশপাশ এলাকার অসংখ্য আদিবাসী সম্পাদয়ের মানুষজন অনুষ্ঠানে যোগ দেন ।