মৃনাল কান্তি বাগচী :-
নিশি ভোর হতে না হতে চলে গেলে তুুমি, আর একটু সময় থাকলে খুশী হতাম আমি । চাইলেও সে চাওয়া হয়না কখনো পূরণ, কালের নিয়মে সময় চলে যায় নিশিকে থামিয়ে রাখা যায়না কখনো। নিবিড় নিশীথে আমার কাছে চুপি চুপি আসো তুুমি, একান্ত আপন করিয়া পাই তোমাকে শুধু তখণ আমি। কল্প মানসী আসে আমার কাছে অভিসারে, প্রভাত কাকলির কলরব শুনিলে সে থাকিতে নাহি পারে। নিশি ভোর হলে তারতো থাকিবার নাহি উপায়, প্রভাত আসিবার পূর্বে তাকে চলে যেতে হয়। চলে যেতে না চাইলেও মন তবুও চলে যেতে হয়, একাকীত্বে আঁধার রাতের সাথী মনের মানসী ছাড়া,কেহ নাহি হয়। মনের মানসী থাকে অন্তরের অন্তরে, নিশি না থাকিলে সেতো আসিতে পারেনা অভিসারে।।।