সংবাদদাতা, অন্ডাল : শুক্রবার নবভারতী সংঘ ক্লাবের উদ্যোগে পালন করা হলো বৃক্ষরোপণ কর্মসূচি । এদিন বিকালে উখরা পূজারী ফুটবল মাঠের চারপাশে ১০০ টি চারা গাছ লাগানো হয় ক্লাবের পক্ষ থেকে । উপস্থিত ছিলেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ, সমাজসেবী সুমিত বন্দ্যোপাধ্যায় সহ ক্লাব সদস্য ও স্থানীয়রা । ক্লাব সম্পাদক রাজু মুখোপাধ্যায় জানান ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি-তে চারা গাছ লাগানো হয় । এদিন ১০০ টি চারা গাছ লাগানো হয়েছে । আরও ২০০ টি চারা গাছ লাগানো হবে বলে জানান তিনি ।