নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক নাবালক

0
424

সংবাদদাতা,পাণ্ডবেশ্বর:-শনিবার বেলা ১০:৩০ মিনিট নাগাদ পাণ্ডবেশ্বরের অজয় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ১১র এক নাবালক । অবৈধ ভাবে নদী থেকে বালি উত্তোলনের ফলে গর্তের সৃষ্টি হয়েছে নদীর বিভিন্ন জায়গায় আর তার জন্যই এই দুর্ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ । স্থানীয় সূত্রে খবর ১১র অনিমেষ পাণ্ডবেশ্বরের কেন্দ্রা ডোম পাড়ার বাসিন্দা । সে শনিবার তার বন্ধুদের সাথে স্নান করতে গিয়েছিল পাণ্ডবেশ্বর অজয় নদীর কেন্দ্রার মেটেল ধাওরা ঘাটে । স্নান করতে নেমে হঠাৎ তলিয়ে যায় অনিমেষ । এই ঘটনার খবর চাউর হতেই এলাকার মানুষজন ওই কিশোরকে উদ্ধারের জন্য নদীতে আসে । খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং বীরভূম জেলার খয়রাশোল থানার পুলিশকে। বেশ কয়েকঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ওই কিশোরকে উদ্ধার করা যায়নি ।
স্থানীয়দের অভিযোগ বীরভূম জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বালি কারবারিরা অবৈধভাবে বালি উত্তোলন করায় এই দুর্ঘটনা ঘটেছে । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কেন্দ্রা অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা যমুনা ধীব‌র । তিনি বলেন যে যারা এই ধরনের অবৈধ বালি ব্যবসায়ীর সঙ্গে যুক্ত রয়েছে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ারও কথা বলবেন তিনি । এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই কথাও বলেন । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কেন্দ্রা এলাকাজুড়ে।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here