নিজস্ব সংবাদদাতা:– বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ব্যক্তিগত উদ্যোগে এলাকার চারজন গোষ্ঠীর মহিলার পাশে দাঁড়ালেন । এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পূর্ণিমা বাদ্যকর, বাবলি ডোম, মকরি বাদ্যকর ও জবা বাগদি , ব্যক্তিগত কাজের জন্য বেসরকারি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন কিন্তু সময়মতো লোন পরিশোধ করতে না পারায় চাপ বাড়াচ্ছিল ব্যাংক কর্তৃপক্ষ। এমন অবস্থায় পরিস্থিতি সংকট ময় হওয়ায় তারা দ্বারস্থ হয় এলাকার অঞ্চল সভাপতি গৌতম ঘোষের। তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম বাবু সঙ্গে সময় নষ্ট না করে ব্যক্তিগত উদ্যোগে ওই গরিব মানুষদের বন্ধক দেওয়া সোনা তাদের হাতে ফিরিয়ে দেন।
গৌতম বাবু জানান তিনি তৃণমূল দল করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ গরিব মানুষদের পাশে থাকার তাই যথাসম্ভব চেষ্টা করেছেন মাত্র গরিব মানুষদের পাশে থাকবার। গরিব মানুষগুলো তাদের বন্ধক দেওয়ার সোনা জিনিস হাতে পেয়ে বেজায় খুশি। সাথে সাথে ধন্যবাদ জানায় অঞ্চল সভাপতি কে এবং এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের যারা এই অবস্থায় তাদের পাশে ছিল।