মৃনাল কান্তি বাগচী:-
বিপ্লব ঢাকা পড়ে গেছে
বরফের কঠিন আস্তরনে,
সে বরফ গলবে কিনা
কেহ নাহি জানে?
যতই শান্তি প্রিয় মানুষ
নিতে চায়
প্রাণ ভরে শ্বাস প্রশ্বাস,
দুর্বৃত্তদের দুর্বৃত্বায়নে চারিদিকে
ক্রমে ক্রমে বাড়িতেছে সন্ত্রাস।
সন্ত্রাসের করাল রোষে
মানুষ আজি ভীত ও সন্ত্রস্ত,
কোথাও গিয়ে কেহ
হতে পারছেনা আস্বস্ত।
সুখ শান্তি হারিয়ে গিয়ে
করছে সবাই হাহুতাশ,
কোথাও নেই যে
শান্তি ও সুখের আশ্বাস।
বিচারের বানী এখণ
নীরবে নিভৃতে কাঁদে,
প্রতিবাদ করিলে মানুষ
হয়রান হয় পদে পদে।
প্রতিবাদের ভাষা ফেলেছে
সকলে ভয়ে হারিয়া,
বিপ্লব ঢাকা পড়ে গেছে
বরফের কঠিন আস্তরন
পড়িয়া।
যদি কখনো সেই বরফ গলে
বিপ্লবের কঠিন উত্তাপে
তখণ আর সমাজে কাউকে
কষ্ট পেতে হবেনা নীরবে
আক্ষেপে।।।