নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুর – ফরিদপুর ব্লকের পানশিউলি হাই স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষে বুধবার পরীক্ষার্থীদের পানীয়জল ওআরএস দেওয়া হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় ও গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ সহ একাধিক নেতাকর্মীরা। কয়েকশো পরীক্ষার্থীদের পরীক্ষার সেন্টারের চত্বরে সুজিত মুখোপাধ্যায় ওআরএস এর প্যাকেট ও বিশুদ্ধ পানীয়জলের বোতল তুলে দেন এদিন তিনি। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে ঠাণ্ডা জল ও ওআরএস পেয়ে স্বাভাবিকভাবে খুশি হয় পরীক্ষার্থীরা। মেলে সাময়িক স্বস্তি তাঁদের।
সুজিত মুখোপাধ্যায় জানান, আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ। পরীক্ষার্থীরা এই দাবানল গরমে বেশকিছু দিন ধরে অসুস্থ হয়ে পরছে আমরা দেখছি। আমাদের নেতৃ মমতা বন্দ্যোপাধ্যায় মত সেই সব পরীক্ষার্থী যাতে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য আমরা ওআরএস দিচ্ছি। কারণ শরীর’কে সুস্থ রাখতে হবে।