নিজস্ব সংবাদদাতা:- বসন্ত উৎসবে রাজপথে নচিকেতা। একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে তার লেখা গান নিয়ে রাজপথে শান্তির বার্তা দিতে নচিকেতা। শুধু তাই নয় ডাক্তার-ইঞ্জিনিয়ার তো সবাই হয় বাউল ও ভবঘুরে হওয়ার মতো যে আনন্দ ও স্বাধীনতা মানুষকে সমৃদ্ধ করে ভালবাসতে শেখায় আবারো সেই গান রাজপথে গেয়ে তিনি মানুষকে উজ্জীবিত করলেন। শৈল্পিক ডানা এই সংস্থার উদ্যোগে বসন্ত উৎসবের আনন্দে রাঙ্গিয়ে দিতে স্ত্রী কন্যাকে নিয়ে এবং অগণিত ভক্ত ও জনসাধারণের সঙ্গে তার পুরনো পাড়া বেলগাছিয়া মিল্ক কলোনি থেকে অনেকটা পথ জনসাধারণের ভিড়ে নিজেকে উজাড় করে দিলেন। নচিকেতা চক্রবর্তী সহধর্মিনী রুমকি চক্রবর্তীর এই সংস্থা শৈল্পিক ডানা প্রতিবছরের মতো এবছরও উদ্যোগ নিয়েছিল রাজপথে মানুষকে সঙ্গে নিয়ে বসন্ত উৎসবের। একসাথে সকলে পথে হেঁটে আবির ছড়াতে ছড়াতে গলা মেলালেন অগণিত মানুষ নচিকেতার গানে। রাজপথে দাঁড়িয়ে হলো বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময় কেউবা রাস্তার পাশে দাঁড়িয়ে আর কেউবা বাসের জানলা থেকে। গাড়ির বনেট এর ওপর চেপে রাজা চলেছেন রাজপথে গান গেয়ে।