মৃনাল কান্তি বাগচী
এখণও আঁধার আছে
আসেনি আলো,
একটু পরে শুনিবো প্রভাত
কাকলির সুমধুর কলতান
যা শুনিতে লাগে ভীষন
ভালো।
প্রভাত কাকলি সেতো
দিনের শুভ আবাহন,,
নিশি অন্তে তা জানায়
দিনের আগমন।
দিনের আগমন যদি
না হয় মধুর,
কিছুই ভালো লাগেনা
ভালোবাসার মনের মানসী
থাকিলে সুদূর।
প্রভাত কাকলি ব্যথা ভরা
জীবনের ভালোবাসার
প্রলেপ,
দিন ভালো যায়না
শুনিতে না পারিলে তার
কলতান
থাকেনা জীবনে আবেগ।
আবেগ ছাড়া ভালোবাসা
সেতো ভালোবাসারই মরন,
প্রভাত কাকলির কলতান
অপেক্ষামান জীবনের
ভালোবাসার সুনয়ন।।।