সংবাদদাতা, আসানসোল : দেশে ফ্যাসিবাদী সরকার চলছে । প্রতিবাদীদের ঢোকানো হচ্ছে জেলে। বামপন্থীরাই পারে ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করতে। এর জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ বামপন্থা। বিরোধ সড়িয়ে বামপন্থীদের একজোট হওয়ার বার্তা দিলেন সি পি আই এম এল লিবারেশনর নেতা দীপঙ্কর ভট্টাচার্য।
রবিবার দুপুরে আসানসোল রবীন্দ্রভবন হলে লিবারেশন দলের উদ্যোগে আয়োজিত হল একটি গন কনভেনশন। ফ্যাসিবাদের বিপদ ও বামপন্থীদের ভূমিকা এটাই ছিল কনভেনশনের আলোচনার বিষয়। মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লিবারেশন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন দেশে এখন ফ্যাসিবাদের রাজত্ব চলছে। কেন্দ্রের বিজেপি সরকার সমস্ত রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। শিল্পপতিদের মুনাফার স্বার্থে তারা এই কাজ করছে। ৩ কৃষি আইন বাতিলের দাবিতে এক বছর ধরে দিল্লির রাজপথে দেশের কৃষকরা আন্দোলন চালাচ্ছে। কৃষকদের কথা সরকার কর্ণপাত করছে না উল্টে কৃষকদের উপর গাড়ি চালিয়ে নিশংস ভাবে তাদের হত্যা করা হচ্ছে। প্রতিবাদী ভরা হচ্ছে জেলে। ইউএপিএ এর মত কালাকানুন প্রয়োগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে। সাম্প্রতিক কালে ঘটে যাওয়া বাংলাদেশের ঘটনা নিয়ম এদিন মুখ খুললেন দীপঙ্কর বাবু। বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চক্রান্ত করে অত্যাচার হয়েছে। কিন্তু বাংলাদেশের সরকার তৎপরতার সাথে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। সেই ঘটনাকে নিয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছিল কোন কোন মহল থেকে যা নিন্দনীয়। দীপঙ্কর বাবু বলেন ফ্যাসিবাদী শক্তিকে একমাত্র বামপন্থীরাই পারে পরাস্ত করতে। এর জন্য প্রয়োজন বামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়া। সমস্ত বিরোধ ভুলে বামপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এদিন কনভেনশনে লিবারেশন দলে যোগ দেন তৃণমূলের প্রাক্তন শ্রমিক নেতা সোমনাথ চট্টোপাধ্যায়। তার হাতে লাল পতাকা তুলে দেন দীপঙ্কর বাবু। ফ্যাসিবাদ, সম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একসাথে লড়াই করব বলে জানান সোমনাথ বাবু।