সংবাদদাতা, অন্ডাল : শুক্রবার উখড়া কমিউনিটি হলে ইয়ংমেন্স অ্যাসোসিয়েশন সংস্থার উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির, দুঃস্থদের বস্ত্র দান ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ, উপপ্রধান রাজু মুখোপাধ্যায়, শ্রমিক নেতা অভিজিৎ ঘটক সহ অন্যরা। প্রদীপ প্রজ্বালন ও ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন অভিজিৎ ঘটক। এদিন শিবিরে ৭০ জন রক্ত দান করেন। সংগৃহীত রক্ত দান করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে। এছাড়াও দুর্গাপূজা উপলক্ষে এলাকার ২০০ জন দু:স্থ কে দেওয়া হয় নতুন বস্ত্র। কোভিড টিকাকরণ কাজে যুক্ত ৩০ জন স্বাস্থ্যকর্মীকেও এদিন সম্মাননা জানানো হয় সংস্থার পক্ষ থেকে। সংস্থার সভাপতি শরন সায়গল জানান স্বাস্থ্যবিধি মেনে এদিন সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে।