সংবাদদাতা, অন্ডাল : সোমবার সন্ধ্যায় খান্দরা-ই বিশ্বকর্মা পূজো উপলক্ষে একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী- কে।
খান্দরায় প্রতি বছরের মতো এবারও বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয় একটি বেসরকারি সংস্থায় । সোমবার ছিল নিশি ভোগের আয়োজন। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি নরেশ শর্মা, সমাজসেবী সুমিত বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। সেখানে সংস্থার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ বাবুকে। সংস্থার পক্ষে সব্যসাচী সাধু , অভিজ্ঞান সাধু-রা জানান সংস্থার বিশ্বকর্মা পুজোতে প্রতিবছরই নরেন্দ্রনাথ বাবু উপস্থিত হন। সম্প্রতি তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাই এদিন সম্বর্ধনা দেওয়া হয় নরেন্দ্রনাথ বাবুকে। নরেন্দ্রনাথ বাবু জানান সংস্থার কর্ণধার সব্যসাচী বাবু আমার বিশেষ পরিচিত। সময় পেলে প্রতিবছরই বিশ্বকর্মা পুজোয় কারখানায় আসি। এবারও আসতে পেরে খুশি বলে জানান নরেন্দ্রনাথ বাবু।