সংবাদদাতা,অন্ডাল:- একটা আস্ত জলাশয় ভরাটের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত রামপ্রসাদ পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্ত রয়েল টি মোড় নায়া মহল্লা এলাকার। জলাশয় ভরাটের অভিযোগ যার বিরুদ্ধে সেই অভিযুক্ত এম ডি মোজাম্মুল এর বক্তব্য এটা বাস্তু জমি আমরা কোন বেআইনি কাজ করছি না। যে দাগ নম্বর ধরে আমরা ভরাটের কাজ করছি সেটা বাস্তু জমি । যেহেতু এটা আমাদের নিজস্ব বাস্তু জমি তাই সেই জায়গা ভরাট করার কাজ চলছে। মোজাম্মেল বাবু আরো বলেন এলাকার কিছু ব্যক্তি আছে যারা অধু শুধু এই সব সমস্যা তৈরি করছে ।
কিন্তু অন্যদিকে রামপ্রসাদ পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিবাকর বাবুর বক্তব্য “আমাদের কাছে খবর আছে এ ধরনের একটি কাজ চলছে। সেটা আসলে পুকুর না বাস্তু জমি সেটার তদন্ত করা হবে। যদিও এ ব্যাপারে অন্ডাল ভূমি রাজস্ব আধিকারিক কে খবর দেওয়া হয়েছে বলে জানান প্রধান সাহেব । তিনি বলেন আপাতত কাজটি বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে যতক্ষণ না সংশ্লিষ্ট জায়গাটির সঠিক তথ্য না পাওয়া যায়।