নিজস্ব সংবাদদাতা, লাউদোহা : পানীয় জলের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখালো বাসিন্দাদের একাংশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ইচ্ছাপুর পঞ্চায়েতের সরপী মোড় এলাকায় । জয়েন বিডিওর হস্তক্ষেপে উঠে অবরোধ।
স্থানীয় সূত্রে জানা গেছে দুর্গাপুর- ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর পঞ্চায়েতের সরপী মোড় সংলগ্ন এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর পাইপ লাইন থাকলেও কলে পড়ে না নিয়মিত জল । দীর্ঘ পাঁচ,ছ’মাস ধরে চলছে এমন টা । জলের দাবিতে রাস্তা অবরোধ, পঞ্চায়েত, বিডিও, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, সমস্ত জায়গায় বাসিন্দারা আর্জি জানালেও সমস্যার সমাধান হয়নি এখনো বলে জানান বাসিন্দা দয়াময়ী রুইদাস, সন্তোষী রুইদাস-রা।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে উখড়া- মাধাইগঞ্জ রোড এর সরপী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা । এর ফলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ । অবরোধকারীরা প্রশাসনিক ব্যক্তি কে ঘটনাস্থলে আসার দাবি জানান । এরপর বিক্ষোভকারীদের সাথে কথা বলতে আসেন দুর্গাপুর- ফরিদপুর ব্লকের জয়েন বিডিও । তিনি প্রতিশ্রুতি দেন আগামী ১৪ তারিখ গ্রামবাসীদের সাথে বসে সমাধান সূত্র বের করা হবে । প্রায় ঘন্টা দুয়েক পর তার হস্তক্ষেপে উঠে যায় অবরোধ । স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গেছে আগে এই এলাকায় নিয়মিত জল পড়তো কল গুলিতে । গত বিধানসভা ভোটের আগে সব রাজনৈতিক দল গুলিই ভোটে জিতলে এলাকার জলের সমস্যার সমাধানের আশ্বাস দেন এমনটাই জানান বাসিন্দাদের একাংশ। গত বিধানসভা ভোটের আগে বাড়ি বাড়ি কলের সংযোগও দেওয়া হয়। এরপরে-ই জল পড়া বন্ধ হয়ে যায় কল গুলিতে। বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে । শীঘ্রই সমস্যা মিটে যাবে বলে জানান ইচ্ছাপুর পঞ্চায়েতের আধিকারিক ।