সংবাদদাতা, অন্ডাল : বুধবার পয়লা সেপ্টেম্বর ছিল পুলিশ ডে । বিভিন্ন সরকারি, বেসরকারি, সংস্থা, প্রতিষ্ঠানের উদ্যোগে এবার রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হয় দিনটি । বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয় পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের সম্মানে । “ন্যাশনাল কোয়ালফিল্ড সিটিজেন ফোরাম” সংগঠনের পক্ষ থেকে বুধবার অন্ডাল থানার আধিকারিক শান্তনু অধিকারী ও উখড়া পুলিশ আউট পোস্ট এর আধিকারিক নুসরীন সুলতানা-কে মানপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয় । এদিন অন্ডাল থানায় আধিকারিক সান্তনু বাবু ও উখড়া ফাঁড়ির আইসি নুসরীন সুলতানা-র হাতে মানপত্র ও পুষ্পস্তবক তুলে দেন সংস্থার পক্ষে আইনজীবী চন্দন বন্দ্যোপাধ্যায়, সৌভিক ব্যানার্জি রা। পুলিশ আধিকারিক নাসরীন সুলতানা জানান পুলিশ-ডে তে ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরামের পক্ষ থেকে যেভাবে সম্বর্ধনা দেওয়া হলো তাতে আমি আপ্লুত। সংস্থার চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায় জানান পুলিশ হল সমাজের প্রহরী। ২৪ ঘন্টা তারা মানুষের নিরাপত্তায় কাজ করেন । তাদের সম্বন্ধিত করতে পেরে আমরাও খুশি ।