মৃনাল কান্তি বাগচী
নীরবে ভালোবেসে
রইলে তুুমি দূরে দূরে,
অভিমান করে নেওনি
আমায় আপন করে।
দূর হলেও সেতো দূর নয়
তুমিতো হৃদয় মাঝে আছো সদা হায়!
যে জন আপন হয়
তাকেতো কোনভাবে দূরে নাহি রাখা যায়।
অনুভবের অনুভব দিয়ে
যাকে বোঝা যায়,
তার থাকা না থাকা
একই মনে হয়।
বাঁধন ছাড়া মন
খোঁজে সদা আপনজন।
কল্পনার রঙিন পাখা মেলে
নিজেকে আপনজনের মাঝে হারিয়ে ফেলে।
পাওয়া না পাওয়ার মাঝে
থাকে না কোন ভেদ,
সব কিছু একাকার হয়ে
ঘুচে যায় সকল বিভেদ।
অন্তর হতে অন্তরাত্মার
শক্তি যে প্রবল,
ভালোবাসা থাকে ভালোবাসার মাঝে
তাতো কখনো হয়না বিফল।