সোমনাথ মুখার্জি ,পাণ্ডবেশ্বর :- ক্যাসুয়াল শ্রমিকদের গত ১৬ এপ্রিল থেকে বিনা নোটিশে ৪০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ পান্ডবেস্বরের সোনপুর বাজরির এ সি এল প্রোজেক্ট এর এক শ্রেণীর কর্মীর । জামুরিয়া ব্লক নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সোমনাথ মন্ডল জানান, শ্রমিকরা ৩ বছর ধরে কাজ করে আসছে,শ্রমিকদের না দেওয়া হয় নায্যমূল্য না কোনো সেফটি না কোন পিএফ ইএসআই কিছুই তারাও পায় না। তাও শ্রমিকরা তিন বছর ধরে কাজ করে আসছে। ১৬ এপ্রিল তারা কাজ করতে এসে তারা দেখে তাদের ৪০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। সোমনাথ বাবু জানান বহিরাগতদের নিয়ে কাজ করানো হচ্ছে অথচ স্থানীয় মানুষদের অন্যায় ভাবে বেছে বেছে ছাঁটাই করা হচ্ছে।
তিনি আরও জানান,এই ব্যাপারে তারা বিক্ষোভ দেখালে পুলিশ দিয়ে বিক্ষোভ উঠিয়ে দেওয়া হচ্ছে। সোমনাথ মন্ডল জানান যদি ম্যানেজমেন্ট শ্রমিকদের কাজ না দেয় তাহলে তারা ৯ তারিখ পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাবেন এবং ১০ তারিখ সি এইচ পি বন্ধ করে রোড অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দেন । যদিও এই ব্যাপারে প্রোজেক্ট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
pURIS id=674]