মৃনাল কান্তি বাগচী
যার কথা ভেবে ভেবে কাটে তোমার দিন
সে আসিবে কি?
যে তোমার মনের মাঝে করে সদা আনাগোনা
তাকে ভুলতে পারবে কি?
তাকে নিয়ে রচেছো যে ভালোবাসার স্বপ্নের জাল
তা মুছে ফেলতে পারবে কি?
স্বপ্নের মাঝে যাকে দেখ তুুমি বার বার
তাকে ভুলতে পারবে কি?
সে তো চলে গিয়েছে একেবারে ধরা ছোঁয়ার বাইরে
তাকে ফিরে পাবে কি করে?
ভালোবাসার পারাবারে যাকে নিয়ে বিভোর থাকো তুমি
সে আসিবে কি?
যার লাগি মন তোমার থাকে উচাটন
সে কি বুঝিবে তোমার মন?
না বুঝিলেও তোমার মন,তবুও তারি লাগি তুুমি থাকো এতো উচাটন,
এটা কি তার প্রতি তোমার ভালোবাসা?
ভালোবাসার সীমানা নেই, সে তো অপরিমেয়,
এ কথা কি সবাই জানে?
যে আসবেনা, তার জন্য মনের এতো ভাবনা,
উত্তর নেই,হয়তো ভালোবাসা।