মৃনাল কান্তি বাগচী
শূন্য হৃদয়ে নীল আকাশ পানে চেয়ে থাকে প্রিয়া,,
মনের মানুষ তার গিয়েছে হারিয়া।
শূন্য আকাশের মত তার ভালোবাসার আকাশ আজি শূন্য,
সে জানে, শূন্য আকাশের মত তার শূন্য হৃদয়ের শূন্যতা কখনো হবেনা পূর্ণ।
এই ভেবে ভেবে তার চোখে আসে জল,
ভালোবাসার মানুষ হারিয়ে গেলেও,ভালোবাসার গভীরতা বড়ই অতল।
আকাশ পানে চেয়ে চেয়ে মনের মানুষকে খোঁজে সে,
যদি পায় দেখা, সেথায় তার মনের মানুষ রয়েছে যে।
এই চাওয়ার মাঝে,সে খোঁজে মনের শান্তি,
মন যে অবুঝ পাখি, সেতো বোঝেনা ভ্রান্তি।
ভ্রান্তি যতই ভ্রান্ত হোক,সেতো মনের সান্ত্বনা,
ভালোবাসার মানুষ মনের মাঝে সদা করে আনাগোনা।
এই বিশ্ব চরাচরে কিসে তৃপ্তি,কিসে অতৃপ্তি বোঝা বড় শক্ত,
ভালোবাসার মানুষের তরে চিরকাল মন থাকে অনুরক্ত।
মন যে বড়ই অবুঝ পাখি, তাকে করা যায়না বন্দী,
মনের ইচ্ছানুযায়ী মন তার কাজ করে,সেথায় খাটেনা কোন ফন্দী।