সংবাদদাতা, অন্ডাল : সোমবার উখড়া গ্রাম পঞ্চায়েতের খোলসে বাবাজি তলায় সরকারি উদ্যোগে সূচনা হলো বনসৃজন ও বন মহোৎসবের । পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর, অন্ডাল বিডিও এবং ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরামের যৌথ উদ্যোগে এদিন কর্মসূচি পালিত হয় । খুলছে বাবাজি চত্বরে লাগানো হয় ১০০০ টি গাছের চারা। উপস্থিত ছিলেন অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস, জেলা পরিষদের কর্মদক্ষ কালবরণ মন্ডল, জেলা পরিষদের কো মেন্টর কাঞ্চন মিত্র , অন্ডাল থানার ও সি, ন্যাশনাল সিটিজেন ফোরামের চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায় ও পাণ্ডবেশ্বরে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। গাছ লাগিয়ে বন উৎসবটির সূচনা করেন নরেন্দ্রনাথ বাবু। গাছের চারা লাগানো ছাড়াও এ দিন আদিবাসী নৃত্য লোকসংগীত ছবি আঁকা সহ একগুচ্ছ সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় ।