মৃনাল কান্তি বাগচী:- তোমার বিদায় ব্যথার সুর
আজও মোর হৃদয় বীনায় বাজে,
সে সুর মোর মনের মাঝে
কখনো নাহি থামে।
নিয়তির নিঠুর খেলায়
হারিয়েছি আমি তোমায়,
তাইতো বিরহের বিষাদের সুর
সদা বাজে মোর হৃদয় বীনায়।
যে চলে যায়
সে তো ফিরে নাহি আর,
তবুও তারি লাগি
উচাটন করে বার বার হৃদয়।
হৃদয়ের বিরহ অনলে
হৃদয় যায় জ্বলে,
সে হুতাশন নাহি দেখা যায়,
তবুও তা হৃদয় পোড়ায়,
মন যায় বিষাদে ভরে।
অদৃশ্য অনলের দাহিকা শক্তি,
তা থেকে নাহি মুক্তি,
ভালোবাসা যে অতল পারাবার
তথায় খাটেনা কোন যুক্তি।