মৃনাল কান্তি বাগচী
তুমি পাশে নেই, কি করে থাকি ভালো?
তুমিতো ছিলে মোর আঁধার ঘরে নিরাশার মাঝে আশার আলো।
আলো না থাকলে থাকেনা জীবনের মানে,
যে জন হারায় চোখের আলো সেই তার বেদনা জানে।
আঁধারে নিমজ্জিত মন বারে বারে আলো খোঁজে,
আলো না পেয়ে সে মন ডুবে থাকে অন্ধকারে।
তুুমি কি বুঝিতে পারোনা,মন আমার কি চায়?
বুঝেও তুুমি অভিমান করে দূরে সরে গেলে হায়!
অভিমানের চোরাবালিতে যাচ্ছি আমি অতলে তলিয়ে,
আমিতো বিষাদে ডুবে আছি তোমার ভালোবাসা না পেয়ে।
আলো না পেলে গাছ, মৃত্যুকে নেয় ধীরে ধীরে বরন করে,
তোমা বিহনে হৃদয় মোর গিয়েছে শূন্যতায় ভরে।
শূন্য হৃদয়ে বেঁচে থাকা জীবনকে করে বিমর্ষ,
তুুমি নেই কাছে, তাই হয়ে গিয়েছি আমি একেবারে নিঃস্ব।
নিঃস্ব হয়েও তোমার মাঝে দেখি আজও জীবনের আলো,
তুমি পাশে না থাকলে কি করে থাকি ভালো,বলো???