সংবাদদাতা, অন্ডাল : বৃহস্পতিবার অন্ডালের খাঁন্দরায় ”উদবর্তন বৃদ্ধাশ্রম”- এর নতুন ভবনের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশনের হোলটাইম ডাইরেক্টর সোমেশ দাশগুপ্ত। নতুন ভবনটিতে রয়েছে চারজনের থাকার জন্য চারটি রুম। আশ্রমের পক্ষে প্রবীর সরকার জানান বর্তমানে বৃদ্ধা আশ্রম টি তে রয়েছে ২১ জন প্রবীণ। নতুন ভবনের প্রয়োজন ছিল। তাই আশ্রম এর পক্ষে আমরা ইন্ডিয়া পাওয়ার করপরেশন এর কাছে আর্থিক আবেদন জানিয়ে করেছিলাম। নতুন ভবনটি নির্মাণের জন্য খরচ পড়েছে ২২ লক্ষ টাকা। সংস্থাটি ৫০ শতাংশ খরচ বহন করেছে । পাওয়ার করপোরেশন এর পক্ষে সৌমেশ দাসগুপ্ত বলেন এইরকম একটি সংস্থার পাশে দাঁড়াতে পেরে আমরা কৃতজ্ঞ । সংস্থার সিএসআর প্রকল্পে আমরা এই সাহায্য দিয়েছি। আগামী দিনেও সংস্থাটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।