পাণ্ডবেশ্বরের ৬০ নম্বর জাতীয় সড়কের রেল রাস্তা সম্প্রসারণের কাজ শুরু

0
386

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর:- পাণ্ডবেশ্বরের 60 নম্বর জাতীয় সড়কের ওপর রেল ওভারব্রিজ ও রাস্তা সম্প্রসারণ এর কাজ শুরু হলো। জাতীয় সড়ক কর্তৃপক্ষ অধিকৃত বাড়ি দোকান ঘর জেসিবি মেশিন দিয়ে ভাঙতে শুরু করলো বুধবার থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ । এই কাজের প্রজেক্ট ম্যানেজার দিলীপ কুমার দাস জানান,দু বছর আগে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে এলাকার সড়কের আশপাশের দোকান এবং বাড়ির মালিকদেরকে নোটিশ দেওয়া হয়েছে । এই কাজের প্রজেক্ট ম্যানেজার জানানএই রাস্তা সম্প্রসারণ ও ওভারব্রিজ তৈরির জন্য মোট এক ১৬৫ টি বাড়ি অধিগ্রহণ করা হয়েছিল। যার মধ্যে এখনও পর্যন্ত এক ১০১ জনকে তাদের অধিগ্রহণের জন্য বকেয়া টাকা মেটানো হয়েছে। বাকি ৬৪ জনের সামান্য জমি সংক্রান্ত সমস্যা থাকায় সেগুলি নিয়ে আলোচনা চলছে শীঘ্রই সেগুলি মিটে যাবে ।প্রজেক্ট ম্যানেজার দিলীপ কুমার দাস জানান এই কাজটি মোট ১৭৫৬ মিটার দীর্ঘ এই রাস্তাটি ছয় লেনের হবে । আনুমানিক ব্যয় হবে 210 কোটি টাকার মতো এবং এই রাস্তা সম্প্রসারণ ও রেল ওভারব্রিজ তৈরির কাজ সব ঠিকঠাক চললে দু বছরের মধ্যে কাজ সম্পূর্ণ হবে বলে জানান প্রজেক্ট ম্যানেজার ।
কোন অপ্রীতিকর ঘটনা ও ঝামেলা এড়াতে বিশাল পুলিশবাহিনী ও পাণ্ডবেশ্বরে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক মিশ্রা সহ জাতীয় সড়কের আধিকারিক বৃন্দের উপস্থিতিতে এই জমি অধিগ্রহণের কাজ শুরু হলো।
এই রাস্তা সম্প্রসারণ ও রেল ওভারব্রিজ কাজ শুরু হতেই এলাকার মানুষ স্বস্তি বোধ করছেন । কেননা রাস্তা সম্প্রসারণ ও রেল ওভারব্রিজ তৈরি হলে যেমন যানজট কমবে তার সাথে কমবে দুর্ঘটনা এলাকার মানুষ সঠিক সময়ে তাঁর কর্মক্ষেত্রে যেতে পারবেন ।

RAJLAXMI JEWELLERS
SAFAL FOUNDATION
ABHISEKH GLASS
DR PRASAD ROY
Chinmoy Sasthri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here