মৃনাল কান্তি বাগচী
একদিন আমি সত্যি সত্যি যাবো চলে
সেদিন আর ফেরাতে পারবেনা আমায় শত চেষ্টা করে।
যেথায় যাবো,সেথা হতে ফিরিবার নাহি থাকে উপায়,
সব মায়ার বাঁধন কেটে চলে যাবো তথায়।
আমার যাওয়ার পথ পানে চেয়ে, হয়তো তুমি ফেলবে চোখের জল,
কিছুই আর করতে পারবেনা,সবই হবে বিফল।
মায়া, মমতা,ভালোবাসার বাঁধন থেকে আমি হয়ে যাবো মুক্ত,
আরতো তোমার সাথে কোন কর্ম কাণ্ডে হতে পারবোনা যুক্ত।
আমার শূন্যতায় হয়তো তুুমি কষ্ট পাবে,
তুমিতো জানো,মানুষের জীবন ক্ষণিকের তরে,চিরদিন কেহ নাহি রবে।
অগুণতি নক্ষত্রের মাঝে হবে আমার নতুন ঠিকানা,
রক্ত মাংসের শরীর নিয়ে তথায় যাওয়া যায়না।
আমার অনুপস্থিতিতে যদি আমায় খোঁজো নিশুতি রাতের অন্ধকারে,
চুপি সারে আসবো তোমার ঘরে।
নিশি শেষে চলে যাবো আমার নতুন ঠিকানায়
আবার আসবো নিশিথে যদি থাকো আমার প্রতীক্ষায়।।