অভিলক্ষ্য

0
356

মৃনাল কান্তি বাগচী
নদীর বয়ে চলা বড়ই আঁকাবাঁকা,
তার এই চলা কখনো হয়না সরল রেখা।

মানুষের জীবন চলার পথও নয় মোটেই সহজ সরল,
জীবনের জটিলতায় কখনো কখনো তা অথৈ জল।

অথৈ জলে তল খুঁজতে গিয়ে জীবন হয়ে যায় দিশেহারা,
যতই হোক নদীর আঁকাবাঁকা পথ,তার লক্ষ্য সাগরে পড়া।

হাজারো চেষ্টা করেও নদীর চলাকে একেবারে যায়না রুদ্ধ করা,
মানুষের জীবনের লক্ষ্য হোক সকল প্রতিবন্ধকতাকে হারিয়ে সুন্দর ও সার্থক জীবন গড়া।।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here