নিজস্ব সংবাদদাতা,লাউদোহা– লাউদোহার ফরিদপুর থানার নতুন আধিকারিক আসতেই সাফল্য । লাউদোহার ফরিদপুর থানার অন্তর্গত নতুন ডাঙ্গা বাজার এলাকায় একটি দোকানে পেট্রোল ও ডিজেলের অবৈধ কারবার চলত। এই বেআইনি কারবার চালাত মূলক চাঁদ নামে এক ব্যক্তি বলে স্থানীয় সূত্রে জানা যায়। লাউদোহার ফরিদপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে বেআইনি ভাবে মজুদ রাখা ডিজেল সমেত শুক্রবার রাত্রে গ্রেপ্তার করে। । পুলিশ সূত্রের খবর ধৃত ব্যক্তির কাছ থেকে প্রায় ১ হাজার লিটার ডিজেল উদ্ধার হয় ।
করোনা পরিস্থিতির জন্য দেশ তথা রাজ্যে চলছে আংশিক লকডাউন এই লকডাউনের সুযোগ নিয়ে পেট্রোল ডিজেল নিয়ে চলছিল কালোবাজারি বলে জানা যায়। ধৃত ব্যক্তিকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।