মৃনাল কান্তি বাগচী
যে ধনে তুুমি করিয়াছো মোরে ধনী,
তোমার কাছে তাই আমি চিরকাল ঋণী।
তুুমিতো আমার জীবনের জ্ঞাণের প্রদীপ শিখা,
তিমির আঁধারে পেয়েছিলাম তোমার দেখা।
তোমার জ্ঞাণের আলোকে আলোকিত হতে চেয়েছিলাম আমি,
যদিও পারিনি আলোকিত হতে যা চেয়েছিলে তুুমি।
এ জগতে তোমার মত আপনজন মোর কেহ নাই,
আজও শ্রদ্ধার আসনে তুুমি বসে আছো তাই।
সুখে দুঃখে অন্তরের মাঝে দেখি তোমায় সদা,
তোমার স্নেহ ও ভালোবাসার পরশে কাটিয়েছি জীবনের অনেেক বাধা।
এ ধরায় ঈশ্বরের পরে তোমায় দিয়েছি স্হান,
আমার কাছে তোমার মত কেহ নহে মহীয়ান।
তোমার স্নেহ ও ভালোবাসা পেয়ে আমার জীবন ধন্য
চির জীবন তুুমি আমার শ্রদ্ধার আসনে হয়ে আছো অনন্য।।।