মৃনাল কান্তি বাগচী
যেদিন তুুমি সত্যিকারের সন্তানের মত হয়ে আবার ফিরবে ঘরে,
সেদিন তোমায় সন্তান হিসেবে নেবো আপন করে।
জন্ম থেকে কৈশোর পর্যন্ত্য সাধ্যমত তোমায় করেছি পালন,
যৌবনে পদার্পণ করেই আমি হয়ে গেলাম তোমার কাছে অসহন।
মা হয়ে যতটা পেরেছি,করার চেষ্টা করেছি তোমার জন্য,
আজ তুমি সাবালক হয়েই,আমাকে বলছো তুচ্ছ ও নগন্য।
তোমার কাছে আর আমি হতে চাইনা দামী ও অমূল্য,
সন্তান হয়ে যদি,সন্তান মাতা পিতার দুঃখ নাহি বোঝে,তাতো শূল্য।
যেদিন তুমি বুঝিবে, সত্যিকারে মাতা পিতার যথার্থ স্হান,
সেদিন তুুমি ফিরে এসে,করিও মায়ের দাবী,ওহে মোর অবুঝ সন্তান!
সন্তানের থেকে মাতা পিতার কাছে এ সংসারে নহে কিছু বড়,
সে কথা যুগে যুগে প্রমানিত হয়েছে,যদি তুমি ইতিহাস পড়।
যেথায় যাচ্ছো তুুমি,সেথায় তুুমি ভালো থেকো, করছি আশীর্বাদ,
তুমি সুখে থাকলে,আমি সুখে থাকবো,যতই দেও মোরে অপবাদ।
একদিন তুমি,তোমার ভুল বুঝতে পেরে আবার আসবে ফিরে,আমার এই আলয়ে,
আমি অপেক্ষায় থাকবো,তোমার জন্য সত্যিকারের মা হয়ে।।।