মৃনাল কান্তি বাগচী
যত দুঃখ দেওনা ,প্রভু,
সহিবারে দিও মোরে শক্তি,
যতই দুঃখ আসুক জীবনে
কমেনা যেন তোমার প্রতি ভক্তি।
এ জগত দুঃখকে
কেহ নাহি নিতে চায়,
তবুও দুঃখ এসে
জীবনকে কাঁদায়।
দূঃখ কেহ না চাহিলেও
দুঃখ যে তোমারই দান,
কি করে তা মানুষ
গ্রহন না করে,করবে প্রত্যাখ্যান?
জগতের সৃষ্টি,স্হিতি,লয়
তোমারই দেওয়া বিধান,
তোমার করুনা ছাড়া
কেহই করিতে পারেনা তা খণ্ডন।
অদৃশ্য বাজিগরের ন্যায়
দিবানিশি তুুমি করছো খেলা,
এ বিশ্ব ব্রহ্মান্ডে যা কিছু ঘটছে
সবই প্রভু, তোমারই লীলা।
তোমার খেলা বুঝিবার
নাহি মোর কোন সাধ্য,
আমারতো কোন ক্ষমতা নেই
হতে তোমার অবাধ্য।
তোমার পাদপদ্মে সঁপেছি
আমার দেহ মন প্রাণ,
কৃপা করি, প্রভু, তুমি,
করিও মোর সব অপরাধ মার্জন।।।