মৃনাল কান্তি বাগচী:-
যার কথা ভাবতে ভাবতে কেটে গেল এতো বেলা,
কি হবে তাকে ভালোবাসার কথা জানিয়ে এই অবেলা?
মনের কথা মনেতে থাক
নাহি পাবে সে দুঃখ তাপ,
নিজের দুঃখ নিজের থাক
করিওনা তাই নিয়ে পরিতাপ।
জীবন যে আশার ছলনা
পাইওনা তাই মনবেদনা,
যা হবার তাই হয়েছে
নতুন করিয়া করিওনা সুখের বাসনা।
সুখ যে মায়া মরীচিকা
তাকে ইচ্ছে করলে যায়না পাওয়া,
যতই ছুটবে তার পিছনে
সে তো শূন্যে মিলিয়ে গিয়ে হয়ে যায় হাওয়া।
যা পাওনি,তাকে পেতে
করিওনা আর চেষ্টা,
এতো পাওয়ার ইচ্ছে পূরণ না হয়ে
বাড়বে শুধু মনের কষ্টটা।
মনের কষ্ট মনেতে রেখে
চলুক জীবনের গতিটা,
এর অন্যথায় সব এলোমেলো হয়ে
খুঁজে পাবেনা সত্যিকারের বাঁচার অর্থটা।।।