মৃনাল কান্তি বাগচী:-
একাকীত্বের মাঝে আমি খুঁজে পাই আমার কল্পনার জগত,
সেথায় মনের রঙ তুলি দিয়ে ভালোবাসার ছবি আঁকি ইচ্ছেমতো।
কল্পনার জগতে নেই কোন প্রবঞ্চনার ইতিহাস,
যা খুশী ইচ্ছা পূরণ করি,মনে আছে যত আশ।
কল্পনার ক্যানভাসে মনের মানসী করে জ্বল জ্বল,
তার সাথে যেথা খুশী সেথা চলে যাই তুলতে ভালোবাসার শতদল।
ভালোবাসার শতদলের পাঁপড়িগুলি সাজাই ইচ্ছে মত,
সেথায় কোন বাধা নেই, ভালোবাসা খুঁজে পাই মনের মত।
চাওয়া পাওয়া নিয়ে নেই তথা হাজারো সমস্যা,
ভালোবাসার মনের মানসী জোগায় শুধু মনের আশা।
দুঃখ,বেদনার নীরব যন্ত্রনা মনকে সেথা নাহি কাঁদায়,
কল্প রাজ্যের ভালোবাসায় মন শুধু হারিয়ে যায়।
বিশ্বাস,অবিশ্বাসের নেই তথায় কোন স্হান,
শুধুই দেখি সেথায় ভালোবাসার পারিজাত বন।
একাকীত্বের কাল্পনিক জগত নিয়ে আছি আমি সুখে,
মোর সৃষ্ট মনের মানসী,দেয়না কোন দুঃখ,কষ্ট, তাই আছি সদা হাসি মুখে।।।
———– ++++++ ————