সংবাদদাতা,নাচন :- বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের নাচন গ্রামে উদ্বোধন হল সুস্বাস্থ্য কেন্দ্র । উদ্বোধন করলেন লাউদোহা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের bmoh অভিষেক রায়, সঙ্গে ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি প্রমুখ।
কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার মৌসুমী সাহা জানান, এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনের ফলে যেমন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর রোগীর চাপ কমবে,তেমনি আসে পাশের পাঁচটি গ্রামের মানুষ উপকৃত হবেন । এই কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা এলাকায় এলাকায় রোগীর অনুসন্ধান করে তাদের এই সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসবেন এবং তাদের প্রায় সব রকম চিকিৎসা একেবারে বিনামূল্যে করা হবে । এখন থেকে মূলত জ্বর ,সর্দি,কাশি,ব্লাড প্রেসার,প্রসূতি মায়ের ঔষধের জন্য এখানেই আসবেন আর তাদের কষ্ট করে তাদের ঔষুধ আনতে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে না । তারা এই আৰ সুবিধা এবার থেকে এখানেই পাবেন । এছাড়াও ক্যানসার আক্রান্ত রোগীও এখানেই তাদের রোগের জন্য প্রয়োজনীয় চিকিৎসা পাবেন ।
এক কথায় এলাকায় এরকম একটা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ ।